আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ২৫ এপ্রিল, ২০২২ তারিখে গ্লোবাল ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর চৌরাস্তায় এটিএম বুথের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এই বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সামি করিম। এ সময় ব্যাংকের মোহাম্মদপুর চৌরাস্তা শাখার ব্যবস্থাপক আহমেদ শোয়েব, ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী, হেড অব মার্কেটিং, এ এন এম আহসান হাবিব ,হেড অফ কার্ডস ও প্রধান কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
অত্যাধুনিক প্রযুক্তি ও উৎকর্ষ ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকটি দেশব্যাপী তাঁর স্বকীয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে সেবা সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।