স্বাধীনতার মহান স্থপতি ‘‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২” উপলক্ষে গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোকপাত করেন। এ সময় প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এবং সারাদেশের শাখা ব্যবস্থাপকগণ সভায় অনলাইনে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল নিহতদের আত্বার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।