গ্লোবাল ইসলামী ব্যাংকের দিনব্যাপী বরিশাল জোনের অর্ধবার্ষিক ব্যবস্থাপক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনের উদ্বোধন ও সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। সভায় চলতি বছরের প্রথম ষান্মাসিক সময়ে অর্জিত সাফল্যের পর্যালোচনা এবং বাৎসরিক লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। এসময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ এবং বরিশাল জোনের শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন ।