গ্লোবাল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম জোনের ত্রৈমাসিক ব্যবসা মূল্যায়ন সভা, অক্টোবর ২০২৩ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে ২১ অক্টোবর ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়।  সভায় চলতি বছরে শাখা, উপশাখা সমূহের অর্জন নিয়ে বিশদ আলোচনা করা হয় এবং বাৎসরিক লক্ষ্যপূরণে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত সভায় সভাপতিত্ব করেন। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম সরওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এসময় উপস্থিত ছিলেন।