গ্লোবাল ইসলামী ব্যাংক কুমিল্লা জোনের ত্রৈমাসিক ব্যবসা মূল্যায়ন সভা ব্যাংকের প্রধান কার্যালয়ে অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন ও সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। সভায় চলতি বছরে শাখা, উপশাখাসমূহের অর্জিত সাফল্যের পর্যালোচনা এবং বাৎসরিক লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। এসময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম সরওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এবং কুমিল্লা, নোয়াখালী ও ফেনী অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
সভায় কর্পোরেট গভর্নেন্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২২’ অর্জন করায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং এই ধারাবাহিকতা ধরে রাখতে গুরুত্বারোপ করা হয়।