বাংলাদেশ ব্যাংকের কৃষি এবং পল্লী বিনিয়োগ নীতিমালার আওতায় কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক ডেইরি, পোল্ট্রি এবং মৎস্য চাষীদের বিনিয়োগ সুবিধা প্রদানে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ক্ষুদ্রবিনিয়োগ প্রদানকারী প্রতিষ্ঠান সোসাইটি ফর ফ্যামিলী হ্যাপিনেস এন্ড প্রসপারিটি (এফএইচপি) এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের মধ্যে বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪ তারিখে ঢাকার গুলশানে অবস্থিত ব্যাংকটির প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। গ্লোবাল ইসলামী ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত এবং এফএইচপি’র পক্ষে প্রতিষ্ঠানটির সদস্য সচিব কৃষ্ণ চন্দ্র দাশ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে চুক্তি স্বাক্ষর করেন।