গ্লোবাল ইসলামী ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের সাথে ব্যাংকের শাখা ব্যবস্থাপকগণের এক সভা ০৫ অক্টোবর ২০২৪ তারিখ ব্যাংকের ট্রেনিং ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়। পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন সভায় সভাপতিত্ব করেন। সভার শুরুতে চেয়ারম্যান দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমানতকারীদের স্বার্থ রক্ষা, তারল্য সংকট নিরসন, খেলাপি ঋণ আদায় এবং গ্রাহকদের আস্থা অর্জনে জোর প্রচেষ্টা অব্যহত রাখতে গুরুত্ব প্রদান করেন।
ব্যাংকের সামগ্রিক অবস্থা এবং বিরাজমান বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা এবং সংকট নিরসনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় শরিয়াহভিত্তিক নিয়মাবলী যথাযথভাবে পরিপালনের ম্যাধ্যমে দ্রুততম সময়ে সংকট কাটিয়ে উঠার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়। পর্ষদের সদস্য মোঃ জামাল মোল্লা, নুরুল ইসলাম খলিফা, অধ্যাপক আবু হেনা রেজা হাসান, মুঃ মাহমুদ হোসেন, এফসিএ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম এবং বিভাগীয় প্রধানগণ এসময় উপস্থিত ছিলেন।