ব্যাংকিং ব্যবসার ঝুঁকি হ্রাস ও টেকসই উন্নয়নের লক্ষ্যে গ্লোবাল ইসলামী ব্যাংক ‘Core Risk Management’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে। ব্যাংকের ট্রেনিং ইন্সটিটিউটে আয়োজিত উক্ত কর্মশালায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন সভাপতিত্ব করেন। পর্ষদের সদস্য জামাল মোল্লা ও নুরুল ইসলাম খলিফা, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় ব্যাংকের ঢাকা অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।