বিশ্বস্ত ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে গ্লোবাল ইসলামী ব্যাংকের ‘রাঙ্গামাটি পৌরসভা কার্যালয়ের ফি সংগ্রহ বুথ’ উদ্বোধন করা হয়। এই বুথের মাধ্যমে রাঙ্গামাটি পৌরসভার সকল ধরনের ফি সংগ্রহ করা হবে। পৌরসভার সিনিয়র এসিস্ট্যান্ট কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন খন্দকার প্রধান অতিথি হিসেবে এই বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পৌরসভার সিএফও মোঃ ফারুক, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শ্যামল চন্দ্র, চিফ এডমিন অফিসার মইনুল হাসান, ব্যাংকের রাঙ্গামাটি শাখার ম্যানেজার তপন চাকমা এবং বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।